Saturday, April 18, 2015

এন্ড্রয়েডে Windows 7 install করার পদ্ধতি

ভুমিকা:
আমরা সবাই জানি যে Windows এ বিভিন্ন পদ্ধতিতে Android চালানো যায়। তাই আমার মনে একটা আশা ছিল খুব শীগ্রই হয়ত Android এ Windows চালানো যাবে। এজন্যই অনেকদিন থেকে নেটে ঘাটাঘাটি করছিলাম।
অবশেষে ২ টি পদ্ধতি পেলাম, এর একটি হল ইমুলেটর দিয়ে, আর অন্যটি হল Windows based software দিয়ে। আমার কাছে ইমুলেটর পদ্ধতিটি পছন্দ হয়নি কারন এটা দিয়ে শুধু Windows 95 এবং Windows XP চালানো যায়। এবং তা অনেক স্লো। আর অন্য পদ্ধতিতে Windows 7 এবং Windows 8 উভয়ই লোড দেওয়া যায়। আজকে আমরা ২য় পদ্ধতিটি দেখব। তো চলুন শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরন:

১. একটি কম্পিউটার
২. একটি মোবাইল ফোন
৩. একটি ডাটা ক্যাবল
৪. Change My Software 7 Edition
৫. ইন্টারনেট কানেকশন।

কাজের পদ্ধতি:

১. প্রথমে এখান থেকে সফটওয়ার টি আপনার কম্পিউটারে ডাউনলোড করুন।
২. সফটওয়ারটি ইন্সটল করুন।
৩. আপনার মোবাইলটি ক্যাবল দিয়ে কম্পিঊটারে কানেক্ট করুন।
৪. সফটওয়ারটি ওপেন করুন।


৫. Android > windows 7 তে ক্লিক করুন।



৬. ভাষা নির্বাচনের পর Windows 7 এবং এর Driver গুলো ডাউনলোড হওয়া শুরু করবে। এর জন্য একটু সময় লাগবে, সাথে লাগবে ভাল স্পীডের ইন্টারনেট।




৭. ডাউনলোড শেষ হলে Install Button  এ ক্লিক করুন, মনে রাখবেন ভুলেও Remove Android এ টিক দিবেননা। এবার Windows 7 ইন্সটল হওয়া শুরু হবে। ইন্সটল হওয়া শেষ হলে আপনার সেট একাই রিস্টার্ট নিবে।

 ৮. আপনার ফোনটি চালু হওয়ার সময় দুইটি OS ই দেখাবে সেখান থেকে Windows 7 select করুন। ব্যস কাজ শেষ। 
কোন সমস্যা হলে এই ভিডিও টি দেখতে পারেন

দ্রষ্টব্যঃ এটি একটি সম্পুর্ন নিরাপদ পদ্ধতি। তারপরও কোন সমস্যা হলে আমাকে দায়ী করতে পারবেননা। সম্পুর্ন নিজ দায়ীত্বে করুন।


No comments:

Post a Comment