Saturday, April 4, 2015

এন্ড্রয়েড এর ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত ।


ভুমিকাঃ

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। বর্তমানে এন্ড্রয়েড শব্দটি মোটামুটি সবারই পরিচিত। আর তাই এটি সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হিসাবে মোবাইল সহ অন্যান্য ডিভাইসে ব্যবহৃত হচ্ছে। ১০০ কোটিরও বেশি ডিভাইসে এই সিস্টেম ব্যবহৃত হচ্ছে।

অ্যান্ডি রুবিন হলেন অ্যান্ড্রয়েড এর প্রতিষ্ঠাতা । তিনি আসলে গুগল এর একজন ডেভলপার ছিলেন। 

ছবিঃ অ্যান্ডি রুবিন

এন্ড্রয়েড আসলে লিনাক্স কার্নেল ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম। এটি প্রাথমিকভাবে টেলিভিশন জন্য ডিজাইন করা হলেও বর্তমানে মোবাইল, কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা, স্মার্ট ঘড়ি এবং গাড়ীতে ব্যপক ভাবে ব্যবহৃত হচ্ছে। দিন দিন বাজারে অ্যান্ড্রয়েড এর চাহিদা বাড়ছে। ২০১৪ সালে অ্যান্ড্রয়েড সব থেকে বৃহত্তম অপারেটিং সিস্টেম এর জায়গা দখল করেছে।

বিবরণঃ 

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর নাম গুলো বিভিন্ন খাবারের নাম এর সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে। নিচে এর বিভিন্ন ভার্সনের বিবরন রিলিজ তারিখ সহ দেওয়া হলঃ

Android 1.0 September 23, 2008 এ রিলিজ হয় ,
Android 1.1 February 9, 2009 এ রিলিজ হয় ,
Android 1.5 Cupcake April 30, 2009 এ রিলিজ হয় ,
Android 1.6 Donut September 15, 2009 এ রিলিজ হয় ,
Android 2.0/2.1 Éclair October 26, 2009 এ রিলিজ হয় ,
Android 2.2 Froyo May 20, 2010 এ রিলিজ হয় ,
Android 2.3 Gingerbread December 6, 2010 এ রিলিজ হয় ,
Android 3.0 Honeycomb February 22, 2011 এ রিলিজ হয় ,
Android 4.0 Ice Cream Sandwich October 19, 2011 এ রিলিজ হয় ,
Android 4.1/4.2 Jelly Bean July 9, 2012 এ রিলিজ হয় ,
Android 4.4 kitkat Nov 13, 2013 এ রিলিজ হয় ,
Android 5.0 Lollipop Nov 03, 2014 এ রিলিজ হয়।


আরো জানতে এখানে ক্লিক করুন।

আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment